পুষ্পা ২-এ ভিলেন যীশু? সত্যিটা ফাঁস করলেন অভিনেতার ম্যানেজার

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছে এটি। দক্ষিণ ভারতীয় এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ভিলেনের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ফাহাদ ফসিল।
সিনেমাটিতে ভিলেনের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্ত। কিন্তু শিডিউল নিয়ে সমস্যা থাকায় আল্লু অর্জুনের সঙ্গে অভিনয়ের স্বপ্নপূরণ হয়নি যীশুর। পরিচালক সুকুমারের প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।

এদিকে সম্প্রতি খবর রটে, এবার ‘পুষ্পা টু’ সিনেমায় অভিনয়ের অফার পেয়েছেন যীশু এবং তিনি তাতে ‘হ্যাঁ’’-ও বলে দিয়েছেন। ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বাংলা সিনেমার এ অভিনেতা।

খবর ছিল- কাজের অফার প্রথমে গিয়েছিল দক্ষিণী সিনেমার শক্তিমান অভিনেতা বিজয় সেতুপতির কাছে। কিন্তু প্রস্তাবটি ফিরিয়ে দেন বিজয়। কারণ নভেম্বর মাস থেকে তার আরেকটি সিনেমার শিডিউল দেওয়া আছে। তারপর নির্মাতারা আসেন যীশুর কাছে, আর বাংলার অভিনেতাও রাজি হয়ে যান। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি পরিচালক কিংবা যীশু।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অভিনেতার ম্যানেজার। টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানান, যেসব রিপোর্ট বলছে যীশু সেনগুপ্ত ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় কাজ করবে, সেগুলো ভিত্তিহীন। আমি নিশ্চিত করছি ‘পুষ্পা-টু’ তে সে অভিনয় করছে না।

‘পুষ্পা-টু’ সিনেমায় যীশুকে দেখা না গেলেও, দক্ষিণ ভারতীয় আরেকটি সিনেমা ‘শকুন্তলম’-এ দেখা যাবে এ অভিনেতাকে। ‘শকুন্তলম’ সিনেমায় সামান্থা রুথ প্রভু এবং দেব মোহনের সঙ্গে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত।