কনুই কেটে কৃত্রিম হাত লাগিয়ে ফাঁকা অংশে বহন করতেন ইয়াবা

নিজের হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে কৃত্রিম হাত লাগিয়েছেন এক ইয়াবা ব্যবসায়ী। সেই কৃত্রিম হাতের ফাঁকা জায়গায় বহন করতেন ইয়াবা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এমনই ভয়ংকর এক ইয়াবা কারবারির সন্ধান দিয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা-পুলিশ।

বুধবার সকালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে সংযুক্ত প্লাস্টিকের কৃত্রিম হাতের ভেতরের ফাঁকা অংশে ইয়াবা বহন করতেন ঐ কারবারি। গত ৭-৮ বছর ধরে এভাবেই ইয়াবা ব্যবসা করছিলেন তিনি।

এ বিষয়ে বুধবার বেলা ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।