ঢাকা থেকে আসামির ডিএনএ পরীক্ষা শেষে জামালপুর ফেরার পথে, টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে নোহা গাড়ির সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবল ও এক আসামির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন সাব-ইন্সপেক্টর, অপর এক আসামি ও গাড়িচালক আহত হয়েছেন।
সোমবার রাত সোয়া ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ি বাসস্ট্যান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের দুইজন জামালপুর জেলার নারায়ণপুর তদন্তকেন্দ্রের কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানা।
এবং অন্যজন জামালপুর সদরের গজারআটা গ্রামের আবুল হোসেনের ছেলে আসামি লালন (২৪)। আহতরা হলেন পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আজিজুল ইসলাম, সদর উপজেলার মধ্য রশিদপুরের শাহজাহানের ছেলে আসামি আব্দুল লতিফ মামুন ও গাড়ির চালক সাইফুল ইসলাম।
আহতদের মধ্যে এসআই আজিজুলকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও আসামি লতিফকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির মধ্যে তারা ঢাকা থেকে জামালপুর ফিরছিলেন। টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ি পৌঁছলে, একটি গাড়িকে সাইড দিতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা অপর ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কনস্টেবল নুরুল ইসলাম ও আসামি লালনের মৃত্যু হয়। অপর একজন কনস্টেবল সোহেল রানাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।