ঘূর্ণিঝড় সিত্রাংয়ে আঘাত সারাদেশে নিহত ৭

সোমবার রাতে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং। এতে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত চার জেলায় সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর।

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখালে ঘূর্ণিঝড়ের কারনে গাছ পড়ে একই পরিবারের স্বামী-স্ত্রী-শিশু সন্তানসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত নয়টায় এ ঘটনা ঘটে ।

নিহতরা হলেন-স্বামী নেজাম উদ্দিন, স্ত্রী শারমিন আক্তার সাথি ও তাদের দুই বছরের শিশু নুসরাত। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা: ভোলার দৌলতখান পৌরসভা এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম বিবি খাদিজা। এছাড়াও জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে সড়কে গাছ পড়ে নিহত হন এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নড়াইল: লোহাগড়া উপজেলার পরিষদ চত্বরে গাছের ডাল পড়ে মর্জিনা বেগম মানে একজন নিহত হন।

বরগুনা: সদর উপজেলার সোনাখালী গ্রামে ঘরের ওপর গাছ পড়ে আমেনা খাতুন নামে এক গৃহবধূ নিহত হন।