এক ঘন্টা বিদ্যুৎ থাকছে, এক ঘন্টা লোডশেডিং!

রাজধানীর শ্যামপুর এলাকা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর নিয়ন্ত্রণে রয়েছে এখানকার বেশ কিছু পাড়া-মহল্লা। রোববার (২৩ অক্টোবর) ভোর থেকেই এসকল এলাকায় ১ ঘন্টা বিদ্যুৎ থাকছে এক ঘন্টা থাকছে লোডশেডিং।

এর আগের দিনগুলোতে বিষয়টি দুই ঘন্টা বিদ্যুৎ ও এক ঘন্টা লোডশেডিং থাকলেও রোববার ভোর থেকেই এক ঘন্টার বেশি বিদ্যুতের দেখা মিলছে না। এতে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন।

ডিপিডিসির সূচিতে দেখা যায়, শ্যামপুর ফিডারের আওতাধীন শ্যামপুর শিল্প এলাকা, চিতাশাল, শাহী বাজার, খালপাড়, চিতাশাল, কুসুমবাগ, পূর্ব কদমতলী, দৌলতপুর, মেরাজনগর, শ্যামপুর, দেলপাড়া বাজার, নিশ্চিন্তপুর, দোলেশ্বর, বৌবাজার, বৈরাগীর বাড়িসহ বিভিন্ন এলাকায় এক ঘণ্টা পর পর বিদ্যুৎ চলে যাবে। শনিবার পুরোটা সময় এভাবেই চলবে।

এ সকল এলাকার বাসিন্দারা জানান, লোডশেডিংয়ের তীব্রতা অন্যান্য দিনের চেয়ে বেড়েছে। রোববার ভোর ৫টা থেকেই ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে। ঘরে বাচ্চা শিশু ও বয়স্কদের নিয়ে বেশ ভোগান্তিতে ভুগতে হচ্ছে।

যোগাযোগ করা হলে ডিপিডিসির শ্যামপুর ফিডারের কন্ট্রোলরুম থেকে মো. সাদেক জানান, ‘রোববার এক ঘন্টা বিদ্যুত এক ঘন্টা লোডশেডিং, এমন নির্দেশনাতেই বিদ্যুৎ সরবারহ করা হচ্ছে।’

ডিপিডিসির ইঞ্জিনিয়ার ইমরান জানান, ‘আমাদের বিতরণ এলাকায় চাহিদার তুলনায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কম আসছে। ফলে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। আপাতত পরবর্তী শিডিউল হাতে না পাওয়া পর্যন্ত আমাদেরকে এভাবেই চালিয়ে যেতে হবে।’