৩ হাজার কেজি ভেজাল গুড় উদ্ধার, ৩ লাখ টাকা জরিমানা

নাটোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‌্যাবের যৌথ অভিযানে ৩ হাজার কেজি ভেজাল গুড়সহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে নাটোরের লালপুর থানার বালিতিতা ইসলামপুর গ্রামে ভেজাল গুড় উৎপাদনকারী মো. সাগর হোসেনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কারখানা মালিক মো. সাগর হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৫ মিডিয়া সেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোরের লালপুর থানার বালীতীতা ইসলামপুরে মো. সাগর হোসেনের বাসায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. সাগর হোসেনের বাসায় ৩ হাজার কেজি ভেজাল গুড়, গুড় তৈরির উপকরণ, ৬৫ কেজি হাইড্রোসালফেট, ১০ কেজি ডালডা, ২০ কেজি ফিটকিরি, ২৮০ কেজি চিটাগুড়, ২ কেজি কেমিকেল রং ও ৫ কেজি চূণ আলামত হিসেবে উদ্ধার করা হয়। এসব আলামত ভোক্তা অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ধ্বংস করা হয় এবং অভিযুক্ত কারখানা মালিক সাগরকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।