পেঁয়াজের পর আদায় ঝাঁজ, কেজিতে বাড়ল ৫০ টাকা!

কয়েক সপ্তাহ ধরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী। গত সপ্তাহ থেকে সেই যাত্রায় শামিল হয়েছে পেঁয়াজ। ঝাঁজ ছড়িয়ে এক সপ্তাহের ব্যবধানে দাম বাড়ে ১০ টাকা কেজিতে। এবার পেঁয়াজের সঙ্গে ঝাঁজ বাড়ল আদার।

কেজিতে বেড়ে গেছে ৩০ থেকে ৫০ টাকা।
সরবরাহ কমের অজুহাতে আদার দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এক সপ্তাহ পূর্বে আমদানীকৃত ভারতীয় আদা প্রতি কেজি ৭০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

হিলি স্থলবন্দর বাজারের আদা বিক্রেতা আবু তাহের বলেন, সপ্তাহের ব্যবধানে আদার দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা করে বেড়েছে। এর কারণ হলো বাজারে দেশীয় আদার সরবরাহ তেমন নেই বললেই চলে। এর ওপর দাম বেশি। যার কারণে সম্পূর্ণ ভারত থেকে আমদানীকৃত আদা দিয়েই ক্রেতাদের চাহিদা মিটছে।

ব্যবসায়ীরা বলছেন, দুর্গাপূজা উপলক্ষে আট দিন বন্দর দিয়ে ভারত থেকে আদা আমদানি বন্ধ ছিল। ফলে আদার সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। অতিরিক্ত গরমের কারণে আদা পচে নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে দামটা বেশি বলেও উল্লেখ করেন তারা।