কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে সন্তান প্রসব, নবজাতককে মেঝেতে রেখেই পালালো ছাত্রী….!!

খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সদ্যভূমিষ্ঠ নবজাতক কন্যা সন্তানকে ফেলে পালিয়ে গেছে মা।

সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের টয়লেট থেকে শিশুটিকে উদ্ধার করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে আসে কলেজ কর্তৃপক্ষ। খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিক উদ্দিন বলেন, সোমবার ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল। ছাত্রীদের কমন রুমের টয়লেটে নবজাতকের কান্না শুনে শিক্ষার্থীরা সংবাদ দিলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

খাগড়াছড়ি শহর সমাজসেবা কেন্দ্রের পরিচালক নাজমুল আহসান জানান, কলেজের টয়লেটে নবজাতকের কান্না শুনে সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অ্যাসাইনমেন্ট জমা দিতে আসা কোনো শিক্ষার্থীই এই সদ্যজাতের মা।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে তাকে নবজাতক পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোনো অভিভাবক চাইলে শিশুটিকে দত্তক নিতে পারবে।