রাঙ্গুনিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির সময় ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার রামগতিরহাট বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
জব্দ করা ইলিশ মাছ রাতে বেতাগী ইউনিয়নের দুটি এবং ইছাখালী এলাকার দুটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
তবে এ সময় রামগতির হাটের দুজন অসাধু ব্যবসায়ী ইলিশ মাছ বিক্রির সময় মাছগুলো জব্দ করলেও তারা পালিয়ে যায়। পরে চারটি এতিমখানায় মাছগুলো বিতরণ করে দেওয়া হয়। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২৮ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।