উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সংস্কৃত প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে সময়সূচিও প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ৬ ও ৮ ডিসেম্বর এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ নতুন সময়সূচি প্রকাশ করেছে।
তবে অন্য বিষয়গুলোর পরীক্ষায় কোনো পরিবর্তন আনা হয়নি। শুধুমাত্র সংস্কৃত প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা ঘোষিত ২০ ও ২১ নভেম্বর দুপুরের পরিবর্তে যথাক্রমে ৬ ও ৮ ডিসেম্বর দুপুরে নিয়ে আসা হয়েছে।
সকালের পরীক্ষা বেলা ১১টায় এবং দুপুরের পরীক্ষা শুরু হবে বেলা ২টা থেকে। পরীক্ষা শুরু ৩০ মিনিট আগেই শিক্ষার্থীদের আসনে বসতে হবে। দুই ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নের জন্য থাকবে ২০ মিনিট, সৃজনশীল বা রচনামূলকের জন্য সময় থাকবে ১ ঘণ্টা ৪০ মিনিট।
নতুন সময়সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর শেষ হবে। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।