দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিসহ দিন ও রাতে তামমাত্রা কম হতে পারে। বুধবার এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার খবরে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে— অস্থায়ীভাবে দমকা হাওয়া বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ও ভারি বর্ষণ হতে পারে।
আগামী তিন দিনে সারা দেশে বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার খবরে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।