ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে নিহতের কোলে থাকা দুই বছরের ছেলে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌর শহরের আমগ্রাম রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩৫ বছর বয়সী আছিরন বেগম পৌর শহরের শিবপুর গ্রামের টুটুল শেখের স্ত্রী। তার ছেলের নাম সোহেল রানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন আছিরন। সুযোগ পেলেই বাড়ি ছেড়ে এদিক-ওদিক চলে যেতেন। বুধবার সকালে দুই বছরের ছেলেকে কোলে নিয়ে বাড়ির পাশে রেললাইন দিয়ে পায়চারী করছিলেন। এ সময় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। তবে আহত হলেও প্রাণে বেঁচে যায় তার কোলে থাকা ছেলে।
বোয়ালমারী রেলস্টেশন মাস্টার মো. দেলোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী রেলস্টেশনের দ্বিতীয় গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুস ছাত্তার মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।