রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান নূর শিহাব। পূজার ছুটি কাটাতে নিজ বাসা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভাণ্ডার গিয়েছিলেন। ছুটি কাটিয়ে শনিবার রাবিতে ফেরার কথা ছিল তার। তবে ক্যাম্পাসে আর ফেরা হয়নি শিহাবের।
শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টায় ঘুমন্ত অবস্থায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। পরিবারের সদস্যদের ধারণা ঘুমের মধ্যে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মৃত শিক্ষার্থীর চাচাতো ভাই মামুন বলেন, গত শুক্রবার রাত ১১টায় তার মায়ের সঙ্গে খাওয়া শেষে নিজের কক্ষে একা ঘুমিয়েছিলেন শিহাব। পূজার ছুটি কাটিয়ে শনিবার রাবিতে ফেরার কথা ছিল তার। তাই শনিবার সকালে তার মা তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকেন। কিন্তু একাধিকবার ডাকার পরও তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে রুমের দরজা ভেঙে ঘরে ঢুকলে তাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।
তিনি বলেন, শিহাবের মরদেহ একদম স্বাভাবিক অবস্থায় ছিল। আমরা ধারণা করছি সম্ভবত ঘুমের মধ্যে স্ট্রোক করায় তার মৃত্যু হয়েছে।