জুতার দোকানে আগুন, নগদ টাকাসহ মালামাল পুড়ে ছাই

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরে বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা নগদ টাকাসহ সকল মালামাল পুড়ে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক ফারুক হোসেন। শুক্রবার (৭ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের ব্রীজরোডে ফারুক সু-স্টোরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

দামুড়হুদা বাজারের পাহারাদাররা জানান, রাতে দোকানের ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখে তারা থানা পুলিশকে খবর দেন। পুলিশ চুয়াডাঙ্গা ও উপজেলার লোকনাতপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দোকানের মালিক ফারুক হোসেন জানান, রাতে দোকোনে চুরির ঘটনা ঘটে। তাদের ফেলে যাওয়া সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পরে। এতে তার দোকানের ক্যাশবাক্সে থাকা লক্ষাধিক নগদ টাকা জুতা স্যান্ডেলসহ ৪০ লক্ষাধিক টাকার মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যপারে থানায় একটি জিডি করা হবে বলে ও তিনি জানান।

দর্শনার লোকনাতপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হৃদয় বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, তারা খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।