ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ২৩ লাখ ৬১ হাজার ৭৫০ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি, ব্লাউজ, লেহেঙ্গা ও থান কাপড় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ছাগলনাইয়া উপজেলার কেতরাঙা এলাকা থেকে এসব কাপড় উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ছাগলনাইয়ার বিভিন্ন স্থানে অভিযান চালান বিজিবি সদস্যরা। রাত ১টার দিকে কেতরাঙ্গা এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত পিলার ২১৬৯/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পিকআপ রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই পিকআপে থাকা ১৪টি বস্তা ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড় উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৮৪ হাজার টাকা।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক একেএম আরিফুর রহমান জানান, দুটি অভিযানে প্রায় ২৩ লাখ ৬১ হাজার টাকার ভারতীয় শাড়ি, ব্লাউজ, লেহেঙ্গা, থান কাপড় উদ্বার ও পাচার কাজে ব্যবহৃত একটি টাটা পিকআপ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালগুলোর বিষয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করে ফেনীস্থ কাস্টমসে হস্তান্তর করা হবে।