জাতীয় গ্রিডে সমস্যায় দেশের চার বিভাগ বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছিল মঙ্গলবার। আর অন্ধকারকে সুযোগ হিসেবে ব্যবহার করে রাজধানীতে ছিনতাই করতে বের হয়ে আটক হয়েছে ২৪ জন।
মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন এবং যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম ও দেশি অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে র্যাব-৩।
র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফারজানা হক বুধবার দুপুরে এ তথ্য জানান।
তিনি বলেন, তারা নিয়মিতভাবে এসব এলাকায় ছিনতাই করে আসছিল এবং গত রাতে বিদ্যুৎ না থাকায় সুযোগ নিয়ে সংঘবদ্ধভাবে বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করে।
ফারজানা হক বলেন, ‘রাজধানীতে বিদ্যুৎ না থাকার সুযোগ পেয়ে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার খবরে সতর্ক হয় র্যাব-৩। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়।’
আটক ২৪ জন হলেন- রাজন, বিল্লাল হোসেন, হৃদয় হোসেন, জসমত, এনামুল হক, রানা, সুজন, শাহীন, বিল্লাল হোসেন, হৃদয়, মোবারক হোসেন, জনি, আবু বক্কর সিদ্দিক, মিলন চন্দ্র মণ্ডল, সুজন, আমান হোসেন, শরিফ উদ্দিন, রনি, আরিফ হোসেন, ইদ্রিস, নূর উদ্দিন, সোহেল ও আলামিন।