মাদ্রাসায় ছাত্রকে পিটিয়ে পায়ে শিকল

রাজধানীর কদমতলীতে পায়ে শিকলপরা আহতাবস্থায় জোবায়ের শিহাব (১২) নামে এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

পরে পায়ের শিকল কেটে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জোবায়ের নারায়ণগঞ্জের সদরের মাহমুদপুর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

মামলাসূত্রে জানা যায়, শনিবার সকালে জোবায়ের শিহাবকে কদমতলী থানাধীন মারকাজ আল মা’ছরাবি মাদ্রাসায় হাফেজি পড়ার জন্য ভর্তি করা হয়। ওইদিন রাতে জোবায়ের পড়ালেখায় অমনোযোগী হওয়ায় মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল কাইয়ুম রুমান তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।

পরে সে বাড়িতে যেতে চাইলে শিহাবের পায়ে শিকল পরিয়ে তালাবদ্ধ করে রাখেন ওই শিক্ষক। পরে শিহাব কৌশলে শনিবার সকালে তালা খুলে শিকল পরিহিত অবস্থায় পালিয়ে আসে। শিহাবের বাবা তাকে কদমতলী থানায় নেওয়ার পর পুলিশ তালা ভেঙে তার পা থেকে শিকল বের করে।

কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা যুগান্তরকে বলেন, এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কদমতলী থানায় শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা করেন।