প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষার রুটিনে আরেক দফা পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত রুটিন অনুযায়ী, ১০ অক্টোবর গণিত, ১১ অক্টোবর কৃষি শিক্ষা, ১৩ অক্টোবর রসায়ন এবং ১৫ অক্টোবর পদার্থ বিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার বিকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর বোর্ড ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে এসব পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল।
এর দুই ঘণ্টা পর পদার্থ বিজ্ঞান পরীক্ষার তারিখ পরিবর্তন করে ওয়েবসাইটে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।
তবে পরীক্ষার সময় আগের মতই ১১ থেকে ১টা পর্যন্ত থাকছে।
চার বিষয়ের পরীক্ষার রুটিনে পরিবর্তন আসায় দিনাজপুর বোর্ডের এসএসসির ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষাগুলো নেওয়া হবে।
কুড়িগ্রামের ভূরঙ্গামারীতে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে বুধবার চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
এ ঘটনায় বুধবারই তিন শিক্ষককে গ্রেফতার করা হয়। আজ শিক্ষকসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
চারজন শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলাও হয় ভুরঙ্গমারী থানায়।
এ ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তদন্তকাজ শুরু করেছে।