বিরতিহীন আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে বিনাটিকিটে রেলে ভ্রমণের দায়ে ২৫ যাত্রীকে ধরলেন পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার।
বিনাটিকিটের যাত্রীদের কাছ থেকে তিনি ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেন। বুধবার সন্ধ্যায় তিনি যাত্রীবেশে বনলতায় উঠে তল্লাশি করেন।
পশ্চিম রেলের জিএম জানান, বুধবার বিকালে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বিরতিহীন আন্তঃনগর বনলতা একপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন জিএম। এ সময় তার জন্য সংরক্ষিত আসনে না বসে তিনি ট্রেনের টিকিট তল্লাশিতে নামেন। এ সময় জিএম ২৫ যাত্রীকে ধরেন, যারা বিনাটিকিটে ট্রেনের বিভিন্ন আসনে বসে ভ্রমণ করছিলেন। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৬৫০ টাকা ভাড়াসহ জরিমানা আদায় করে কোষাগারে জমা দেন।
জিএম অসীম কুমার তালুকদার আরও জানান, ঢাকায় দাপ্তরিক কাজ শেষে বুধবার বিকালে তিনিও বনলতা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন। তবে আসনে না বসে ট্রেনের টিকিট তল্লাশিতে নামেন। জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আরও চলবে বলে জানান তিনি।