টঙ্গীতে গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে ডেসটিনি গ্রুপের গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গীর ন্যাশনাল টিউবস সড়কের ওই গুদামে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় একাধিক সূত্র ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, টঙ্গীর টিউব রোড এলাকায় ডেসটিনি গ্রুপের ব্যবহৃত ওই গোডাউনটি দীর্ঘদিন ধরে আদালতের নির্দেশে সিলগালা অবস্থায় ছিল। পরিত্যক্ত ওই গোডাউনে সকালের দিকে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিজেদের চেষ্টা চালায়। একপর্যায়ে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। পরে ফায়ার সার্ভিসের উত্তরার একটি ও টঙ্গীর চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের ঘটনায় বক্তব্য নেওয়ার প্রয়োজনে গোডাউন মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক সাইফুজ্জামান যুগান্তরকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গোডাউনটি তালাবদ্ধ অবস্থায় পরিত্যক্ত থাকায় পুরাতন বস্তুর কারণে আগুনের তীব্রতা বেশি ছিল। নিয়ন্ত্রণে আসলেও এখন ডাম্পিং ডাউনে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন কিছুই বলা যাবেনা বলেও জানান ওই কর্মকর্তা।