রংপুরে গুড হেলথ ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সাইদ নামে এক ব্যক্তির ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সাইদ রংপুর শহরের অবাঙ্গালী ক্যাম্পের মোঃ ইসরাফিলের ছেলে।
স্বজনদের অভিযোগ, চিকিৎসকের দায়িত্বে অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তারা জানান, রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাঁধের ফোঁড়া অপারেশন করতে গুড হেলথ হাসপাতালে আসেন সাইদ। কিন্তু অপারেশনের পর রক্তক্ষরণ বন্ধ না হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরে রংপুর মেডিকেলে নেয়া হলে সেখানে তিন ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মারা যান সাইদ। এ ঘটনার পর স্বজনরা তার লাশ নিয়ে হাসপাতাল ঘেরাও করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন বিক্ষোভ করেন। পরে মেট্রোপলিটন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. সৈয়দ মামুনুর রহমান সাংবাদিকদের জানান, এমন ঘটনা অনাকাঙ্খিত ও দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
বিষয়টি নিয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, লাশ নিয়ে স্বজনরা বিক্ষোভ করতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে আমরা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এখন পর্যন্ত মৃতের স্বজনরা থানায় অভিযোগ করেননি বিধায় লাশ ময়নাতদন্তে পাঠানো হয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।