পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাজ্জাদুর রহমানের ৫০ হাজার টাকা গ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে। এতে পল্লী বিদ্যুৎ গ্রাহক আমিনুল ইসলাম রানার কাছ থেকে ডিজিএম ঘুষ নিচ্ছেন—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনার পর সাজ্জাদুর রহমানকে বদলি করে ময়মনসিংহ তত্ত্বাবধায়কের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
পল্লী বিদ্যুৎ গ্রাহক আমিনুল ইসলাম রানার অভিযোগ, বিদ্যুৎ সংযোগের জন্য এক লাখ টাকা চেয়ে ডিজিএম ২০ দিন ধরে তাঁকে হয়রানি করছিলেন। গত বুধবার সকালে ৫০ হাজার টাকা জোগাড় করে তিনি ডিজিএমকে দিতে গেলে অপরিচিত লোকজন সেই লেনদেনের ভিডিও ধারণ করে। এরপর ডিজিএমের ক্যাডাররা তাদের ধরে মারধর ও হয়রানি করে।
তবে ডিজিএম সাজ্জাদুর রহমানের দাবি, ঘুষ নয়, কিস্তির ৫০ হাজার টাকা দেওয়ার সময় ভিডিও ধারণ করে তা ঘুষ বলে প্রচার করেছেন ওই গ্রাহক। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগও করেছেন। অভিযোগে বলা হয়, গত বুধবার সকাল ১০টায় আমিনুল ইসলাম রানা তিন-চারজনকে সঙ্গে নিয়ে অফিসে গিয়ে ডিজিএম সাজ্জাদুর রহমানকে কিস্তির ৫০ হাজার টাকার বান্ডিল দিয়ে উৎকোচ প্রদানের অভিনয় করে ছবি তোলে।
সাজ্জাদুর রহমান বলেন, ‘ঘটনার দিন সকালে অফিসে এসে ক্যাশ কাউন্টারে ভিড়ের কথা বলে কিস্তির টাকা জমা নেওয়ার জন্য আমাকে বারবার অনুরোধ করতে থাকে। আমি টাকা নিয়ে পিয়নকে দিয়ে জমা দেওয়ার জন্য কলিং বেল চাপ দেওয়ার সময় কিছু সন্ত্রাসী ও সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি নিয়ে এসে আমার রুমে ঢুকে আমাকে ব্ল্যাকমেইল করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে মোবাইলে ছবি তোলে। ’
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। ’