গোসলে ঢুকতেই ভাতিজার চিৎকার, বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন চাচাও

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলা শহরের সদাগর পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সদাগর বাড়ির বাসিন্দা কুবাত আলীর ছেলে ৪৫ বছর বয়সী সুলতান মিয়া কসাই ও তালেব উদ্দিনের ছেলে ৫৫ বছরের সায়েদ আলী। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

স্বজনদের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুপুরে নিজ বাড়ির গোসলখানায় গোসল করতে যান সুলতান। তবে গোসলখানায় মোটরের তার লিকেজ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। একপর্যায়ে ভাতিজার চিৎকার শুনে বাঁচাতে গিয়ে সায়েদও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।