লিফটে উঠতে গিয়ে পড়ে গেলেন রোগী, দুই দিন পর লাশ উদ্ধার

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটে উঠতে গিয়ে নবম তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার দুই দিন পর তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ।

রাজধানীর বনানী থানার ওসি নুরে আজম মিয়া জানান, নিহতের নাম মো. কালাম বেপারী।

তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। নিহতের ছেলে রিয়াদ বেপারী বনানী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
ওই হাসপাতালের ডাক্তার রোগী কালাম বেপারীকে গত ২৯ আগস্ট সেখানে ভর্তি হওয়ার পরামর্শ দেন। আজ রবিবার তাঁর পাকস্থলীতে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। গতকাল স্বজনরা হাসপাতালে গিয়ে বিছানায় তাঁকে পায়নি।

ওয়ার্ডের আশপাশের লোকজন জানায়, গত বৃহস্পতিবার সকালে তিনি বাইরে যান। এরপর আর ফিরে আসেননি। তখন নিহতের পরিবার পুলিশের সহায়তা চায়। পরে পুলিশ গিয়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে।

ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকালে তিনি নিচে নামার জন্য নবম তলার লিফটের বোতামে চাপ দেন। লিফট আসার পর তিনি দরজা খুলে উঠতে গেলে নিচে পড়ে যান।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।