রেইনবো আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ১২

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে গাজীপুর কোনাবাড়ী থানা পুলিশ। রোববার (১১ সেপ্টেম্বর) কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন- আশরাফুল আলম (৬০), মমিন মিয়া(৩৫), জাহিদ হোসেন (৩৭), বাবুল ইসলাম (২৪), শিপলু চক্রবর্তী (৩৫), জাহিদুল ইসলাম জিহাদ (১৯), খালেদ হোসেন হিমেল (২২), জাকিয়া সুলতানা পলি (২১), মুক্তি (২৬), শারমিন আক্তার (২০), মনি আক্তার (২০), জান্নাতুল ফেরদৌস অহনা (১৮)।

কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় ৫ নারীসহ ১২ জনকে আটক করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।