সামাজিক যোগেোগ মাধ্যমে গ্রেপ্তারের দাবির মধ্যেই অবশেষে বাতিল হল ভারতীয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালের আমেরিকার শো! গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই এমন খবর শোনা যাচ্ছিল। তারপর জুবিনের টুইট বার্তা সেই খবর নিশ্চিত করে দেয়।
গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) একটি টুইট করেন জুবিন। টুইটে তিনি লিখেছেন, ‘টুইটার পরিবারের সকলকে আমি জানিয়ে দিতে চাই যে এতদিন আমি ভ্রমন করছিলাম।
পরের মাসটা টানা শ্যুট করব। গুজবে কান দেবেন না। ’ এরপর তিনি আরো লিখেছেন, ‘আমি আমার দেশকে খুবই ভালোবাসি। আর আপনাদের সকলকে ভীষণ ভালোবাসি। ’
আগামী ২৩ সেপ্টেম্বর টেক্সাসের হিউস্টনে একটি শো করার কথা ছিল জনপ্রিয় গায়কের। জয় সিং নামের এক ব্যক্তি সেই কথা জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার সেই সংবাদটি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের কেন্দ্রে চলে আসেন গায়ক জুবিন। এমনকি তাঁকে গ্রেপ্তার করার দাবি উঠেছে অনলাইন জুড়ে।
আমেরিকায় আয়োজিত হতে যাওয়া শো’টির আয়োজক জয় সিংয়ের সঙ্গে খালিস্তানি সংগঠনের সংযোগ থাকার অভিযোগ রয়েছে। এই বিষয়টি জানা সত্ত্বেও বিভাবে জুবিন ওই শো করতে রাজি হলেন, ক্রমাগত তাঁকে সেই প্রশ্ন করছিলেন নেটিজেনরা। এমনকি তাঁকে দেশদ্রোহীর তকমাও দেওয়া হচ্ছিল। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করেন জুবিন।
এদিকে জুবিনের কনসার্ট বাতিল হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকেও।