রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে ১০টি আশ্চর্য ঘটনা, যা অনেকের অজানা

ইতিহাস তাকে মনে রাখবে বহু কারণেই। কিন্তু প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পর্কে শোনা যায় বহু আশ্চর্যজনক গল্প। রইল তেমনই ১০টি ঘটনা।
রানির প্রথম ঘোড়ার নাম ছিল পেগি। তাকে এই ঘোড়াটি উপহার দেন তার ঠাকুরদাদা পঞ্চম জর্জ। পেগির সঙ্গে রানির বন্ধুত্বের কথা এখন অনেকেই ভুলে গিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশন কুপন ব্যবহার করে বিয়ের পোশাক কিনেছিলেন রানি। পরে তার টাকা ইংল্যান্ডের সাধারণ মহিলাদের দান করেন তিনি।

অনেকেই জানেন না, রানির পড়াশোনার বিষয় ছিল সংবিধানের ইতিহাস এবং আইন। এছাড়াও ফরাসি ও জার্মান সাহিত্য, এবং সঙ্গীত নিয়েও পড়াশোনা করেছেন তিনি। রেডিওতে নিজের প্রথম অনুষ্ঠানটি যখন করেন, তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। সেই সময়ে শিশুদের জন্য একটি অনুষ্ঠান করেছিলেন তিনি।

ইংল্যান্ডের একমাত্র মানুষ ছিলেন রানি, যাকে গাড়ি চালানোর জন্য লাইসেন্স ব্যবহার করতে হত না। তখন রানি হিসাবে দায়িত্ব নেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রাজকুমারি এলিজাবেথ স্বেচ্ছাসেবী হিসাবে যুদ্ধের ট্রাক চালিয়েছিলেন। এবং সেনাবাহিনীকে সাহায্য করেছিলেন।

সারাজীবনে ৩০টিরও বেশি কর্গি প্রজাতির সারমেয় পুষেছেন রানি। তারা ছিল তার সর্ব সময়ের সঙ্গী। রানি হিসাবে ১০০-র বেশি বার বিদেশ যাত্রা করেন দ্বিতীয় এলিজাবেথ। তার মধ্যে সবচেয়ে বেশি বার গিয়েছিলেন কানাডায়; ২২ বার। এছাড়া ফ্রান্সে গিয়েছেন ১৩ বার।

৭০ বছর রানির দায়িত্ব পালন করার সময়ে প্রায় ২১ হাজার বাগদানের ঘটনার সাক্ষী থেকেছেন তিনি। এর মধ্যে রয়্যাল ফ্যামিলি তো বটেই, রয়েছেন আরও অনেক বিখ্যাত এবং অখ্যাত মানুষও।

ইংল্যান্ডের রানি হলেও গড়গড় করে ফরাসি বলতে পারতেন তিনি। ছোটবেলায় গৃহশিক্ষকের থেকে গোপনে শিখেছিলেন ফরাসি ভাষা। ফ্রান্সে গিয়ে কখনও ইংরেজিতে কথা বলতেন না বলেই শোনা যায়। সেখানে সব সময়ে ফরাসিতেই কথা বলতেন তিনি।