বিনোদন ডেস্ক: সেই ‘কভি ইদ কভি দিওয়ালি’-র সেট থেকে গুঞ্জন। আবার মনের মানুষের দেখা পেয়েছেন সালমান খান? অবশ্যই, নায়িকা শেহনাজ গিল। সালমানের ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। তাদের দুইজনকে ঘন ঘন একসঙ্গে দেখে অনেকেই ভেবেছেন নি র্ঘা ত প্রেম করছেন।
যদিও এ নিয়ে এত দিন মুখ খোলেননি দুই জনের কেউই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান আর তার রসায়নের নমুনা দিলেন অভিনেত্রী। শেহনাজ জানান, তাকে বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছেন সালমান। ছোট জায়গা থেকে বলিউডে ভাগ্যান্বেষণে আসা অনেক মানুষই সঠিক পথ দেখতে না পেয়ে হারিয়ে যান। কিন্তু হারাননি শেহনাজ।
তার হাত শক্ত করে ধরেছিলেন ভাইজান। শেহনাজের কথায়, “আমি প্রতি মুহূর্তে বেড়ে উঠি। আমার চারপাশের মানুষের কাছ থেকে শিখি। যাদের সঙ্গে আপনার দেখা হয়, তারা প্রত্যেকেই কিছু না কিছু শেখান। আমাকেও পরিস্থিতি মোকাবেলা করতে শিখিয়েছেন চারপাশের মানুষজন। এখন আমি যথেষ্ট শক্তিশালী।”
এরপরই ভাইজানের কথা ওঠে। শেহনাজ বলেন, “সালমান আমার অনুপ্রেরণা। আমায় বলছিলেন, কঠোর পরিশ্রম করলে আমি জীবনে সত্যিই অনেক দূর যেতে পারব। আমায় বাঁচতে শিখিয়েছেন, লড়তে শিখিয়েছেন সালমান।”
সালমান খান আয়োজিত বিগ বস্ ১৩ সিজনে প্রতিযোগী ছিলেন শেহনাজ গিল। সাবেক প্রেমিক অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর নিজেকে সামলে নিতে সময় নেন শেহনাজ। সে সময়েই পাশে দাঁড়ান ভাইজান। তারপর থেকেই বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন দুইজনে।