চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর ছেলে পালিয়ে গেছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামে বাপ্পি কলোনিতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত বেলাল হোসেনের (৫৫) মূল বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায় হলেও নোয়াখালীর সুধারাম উপজেলায়। তিনি পরিবারসহ থাকতেন। পরে আবার সীতাকুণ্ডে এসে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তিনি কৃষিকাজ করতেন।
বাবাকে ছুরিকাঘাতকারী মোহাম্মদ হেলালের বয়স ১৭ বছর। বেকার হেলাল স্বভাবে উগ্র প্রকৃতির বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
ঘটনাস্থলে থাকা সুমন বণিক সারাবাংলাকে বলেন, ‘সকালে হেলালের সঙ্গে তার বাবার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হেলাল ঘরের আলমারির কাচ ভেঙ্গে ফেলে। তখন বেলাল ছেলেকে কাস্তে নিয়ে ধাওয়া করেন। হেলালের কাছে ছুরি ছিল। কিছুদূর গিয়ে সে বাবাকে ঝাপটে ধরে পেটে ছুরিকাঘাত করে। আহত বেলালকে স্থানীয় শিপ ব্রেকিং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা তথ্য পেয়েছি, বাবার সঙ্গে ঝগড়ার সময় বড় ছেলে রুবেল বাধা দিলে হেলাল তাকেও আঘাত করে।’
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখনও নিশ্চিত হতে পারিনি। অভাবের সংসারে হেলাল কোনো কাজকর্ম করত না। এটা নিয়ে ঝগড়া হতো। আবার প্রতিবেশীদের কেউ কেউ বলছেন, হেলাল নাকি বিয়ে করতে চেয়েছিল। বাবা রাজি না হওয়ায় ঝগড়া হয়েছিল। বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি। পলাতক হেলালকে গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।’