গাজী মাজহারুল আনোয়ারের জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করেছে তার পরিবার

কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে মারা যান তিনি। তার জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করেছে তার পরিবার।

সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখান থেকে এফডিসিতে প্রথম জানাজার পর বনানীতে দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশেই শায়িত হবেন দেশবরেণ্য এই উজ্জ্বল নক্ষত্র। গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে তার মৃত্যুসংবাদ পেয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে যান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তার পাশাপাশি গুণী এই শিল্পীকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। ৭৯ বছর বয়সী এই গুণী শিল্পী দীর্ঘদিন ধরেই ক্রনিক গ্যাসের সমস্যায় ভুগছিলেন।