১৪৪ ধারা জারি, হার্ডলাইনে আইনশৃঙ্খলা বাহিনী

নোয়াখালী বেগমগঞ্জে উপজেলার চৌমুহনীতে আওয়ামীলীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। তবে টহল জোরদার করেছে পুলিশ।

আজ ভোর সকাল ৬টা থেকে রাত ৮ পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার। তিনি বিডি২৪লাইভকে জানান, একই স্থানে আওয়ামীলীগ বিএনপি সমাবেশ ঘোষণা করায় উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় সরকারি সম্পদের রক্ষা, জানমাল নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে আজ সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

১৪৪ ধারা ভেঙ্গে উভয়পক্ষের কেউ বিক্ষোভ করতে পারে এমন তথ্যে আইনশৃঙ্খলা বাহিনী হার্ডলাইনে সর্তক অবস্থায় রয়েছে। সকাল ১০ টায় নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) চৌমুহনী পৌর এলাকা ও স্টেডিয়ামে বিভিন্ন জায়গায় ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম বিডি২৪লাইভকে বলেন, বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে আজ বিকেল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করার ঘোষণা করে। একই স্থানে বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরাও তাদের সমাবেশ ঘোষণা করেছেন। বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাধিক গোয়েন্দা সংস্থা টিমও কাজ করছে। স্টেডিয়াম এলাকাসহ চৌমুহনী পৌরসভার কোনো স্থানে কোনো পক্ষ সভা, সমাবেশ, মিছিল বা জমায়েত অথবা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কিছু কেউ করতে পারবে না। প্রশাসন সর্বচ্চ সর্তক অবস্থানে আছে। বিশৃঙ্খলাকারীর কোনো ছাড় নেই।