ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে ডেটিং করছেন সারা আলী খান

বলিউড তারকারা প্রায়শই ক্রীড়া শিল্পের জনপ্রিয় ব্যক্তিদের সাথে ডেটিং করছেন। এটি কোন আশ্চর্যের বিষয় নয়। আনুশকা শর্মা-বিরাট কোহলি, নাতাসা স্টানকোভিচ-হার্দিক পান্ডিয়া, গীতা বসরা-হরভজন সিং বা এই জাতীয় অন্য কোনও দম্পতি হোক না কেন, তালিকাটি যথেষ্ট বড়। তবে সেই তালিকায় যোগ হতে যাচ্ছে নতুন এক জোড়া নাম! কারণ জনপ্রিয় বলিউড অভিনেত্রী সারা আলি খানকে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা গেছে।

সম্প্রতি একজন ভক্ত তাঁর টিকটক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে সারা আলি খানকে একটি রেস্তোরাঁয় দেখা গেছে। ভিডিওটির বিশেষত্ব হলো, এতে সারাকে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে ডিনার করতে দেখা গেছে।

ভিডিওটি টিকটকার উজমা মার্চেন্ট শেয়ার করেছেন, যেখানে সারা আলি খান এবং শুভমান গিলকে মুম্বাইয়ের বাস্তিয়ানে দেখা যাচ্ছে। তাদের টেবিলের পাশে দাড়ানো একজন ওয়েটারের সঙ্গে অর্ডার দিচ্ছেন তারা। সারা গোলাপি পোশাকে ছিল এবং শুভমান সাদা এবং সবুজ শার্ট পরেছিল। উভয় সেলিব্রিটির ভক্তরা তাদের একসঙ্গে দেখে অবাক হয়েছেন। একের পর এক মন্তব্য করছেন তারা।

মন্তব্যে একজন লিখেছেন “কি হচ্ছে?’ অপর একজন লিখেছেন, ‘গিল সারার প্রতি আচ্ছন্ন। ’ আরেকজন লিখেছেন, ‘একজন ক্রিকেটারের কন্যা (সারা টেন্ডুলকার) থেকে একজন ক্রিকেটারের (সারা আলি খান) নাতনী পর্যন্ত’, তারপর হ্যাশট্যাগ দিয়ে শুভমানের নাম লেখেন তিনি।

বহু বছর ধরেই ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে শুভমন গিল ডেটিং করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এরপর তাদের বিচ্ছেদের খবরও শোনা গেছে জোরেশোরে। কিন্তু এখন শুভমান এবং জুনিয়র টেন্ডুলকারের বিচ্ছেদের নতুন জল্পনা আরও জোরালো হল। আর এই ভাইরাল ভিডিও সেই আগুনে ঘি ঢালার উপক্রম করেছে!

সূত্র : পিংকভিলা