কাতার সেনাবাহিনীতে চাকরির সুযোগ পেলেন বাংলাদেশি হাসানুর

কাতার সেনাবাহিনীতে চাক’রির সুযোগ পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা তরুণ হাসানুর রহমান।

তিনি উপজেলার অ’লংকারি ইউনিয়নের টেক কামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শিউলি বেগম দম্প’তির বড় ছেলে।

সম্প্রতি হাসানুর রহমান কাতার সেনাবাহিনীতে (আ’র্মি ফোর্স) যোগদান করেন। পারিবারিক লোকজন জানান, হাসানুর রহমানের বাবা হাবিবুর রহমান কাতার প্রবাসী।

সে সুবাদে উচ্চ শিক্ষা লাভের জন্য গত চার বছর আগে তিনি কাতার যান।

সেখানে লেখাপড়া শেষে তিনি কাতার আ’র্মিতে যোগ দেন। তার এই সাফল্যে হাসানুর রহমানের গ্রামের বাড়ি টেক কামালপুরে আনন্দের খু’শির বন্যা বইছে।

পাড়া প্রতিবেশীরা শুভেচ্ছা জানাতে তার বাড়িতে যাচ্ছেন। তিন ভাইয়ের মধ্যে হাসানুর রহমান প্রথম।

হাসানুর রহমান আদর্শের স’ঙ্গে তার কর্মজীবনে কাজ করতে চান।

এজন্য তিনি উপজেলার মানুষ এবং দেশবাসীর দোয়া চেয়েছেন।