২ শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগানসহ মাইনুল ইসলাম (২৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাবের একটি অভিযানিক দল।

বুধবার দুপুর আড়াইটার দিকে কাশিয়াডাঙ্গা থানার সেনাপুকুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। দুটি অস্ত্রসহ মাইনুলকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-৫ সূত্র জানায়, নগরীর কাশিয়াডাঙ্গা থানার সেনাপুকুর এলাকায় এক যুবক অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছেন— এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসাবে মাইনুল ইসলামকে আটক করেন। পরে তার কাছে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো দুটি ওয়ান শুটারগান উদ্ধার হয়।

মাইনুল ইসলাম একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহির গ্রামের রবিউল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্র আরও জানায়, এসব অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। আটক মাইনুলের নামে অস্ত্র আইনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে। মাইনুলকে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।