চিকিৎসকেরা কেন সাদা পোশাক পরেন? জানুন

আপনি যখন হসপিটালে বা ক্লিনিকে যান ডাক্তার বা নার্সদের সাদা পোশাক পড়ে থাকতে দেখেন। মানব জীবনে হাসপাতাল এমন জায়গা যেখানে কেউ সাধারণত যেতে চান না কোন রোগী বা নিজে অসুস্থ না হলে।

চিকিৎসকেরা কেন সাদা পোশাক পরেন? দুনিয়ার অনেক পেশায় নির্দিষ্ট পোশাক বা ড্রেস কোড রয়েছে – যেমন ডাক্তারেরা সাদা পোশাক, আইনজীবীরা কালো পোশাক পরেন যখন তারা কাজের মধ্যে থাকেন।

তবে অনেকেরই প্রশ্ন, চিকিৎসকেরা হাসপাতালে সাদা পোশাক পরেন কেন? অন্য কালারের পোশাক পরেন না কেন? এই অজনা রহস্যের বিস্তারতি জানুন-

প্রথমত চিকিৎসক কিংবা নার্সদের সাদা পোশাক পড়ে থাকলে যাতে রোগীরা বা অন্যান্য ব্যক্তিরা সহজেই তাদের চিনতে পারে। সাদা রঙকে শান্তি, বিশুদ্ধতা এবং সততার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

চিকিৎসালয় মানেই রোগী ও তার চারিদিকে সংক্রমণ ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই সংক্রমণ থেকে নিজেদের এড়ানোর জন্য ডাক্তারেরা সাদা কোট ব্যবহার করেন। এ ছাড়াও সাধারণ শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে।

অনাদিকাল ধরে ডাক্তারেরা সাদা পোশাক পরে আসছেন। রোগীদের দূষণ থেকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে চিকিৎসকেরা সাদা পোশাক পরে অনুপ্রাণিত করেন। এছাড়াও পোশাকের কোন স্থান নোংরা হলে তা সহজেই বোঝা যায় ও সংক্রমণ হওয়ার আগেই পরিষ্কার করে নেওয়া যায়।

এছাড়াও বলা হয়ে থাকে, সাদা রং ঈশ্বরের প্রতীক। তাই পৃথিবীতে ডাক্তারকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়েছে। চিকিৎসকরা হলেন একমাত্র ব্যক্তি যারা কাউকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন ও তাদের নতুন জীবন দান করেন।