বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি আসছে, জানা গেল সময়

দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটির গুঞ্জন শোনা গেলেও বাস্তবে তার দেখা পায়নি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। অনেক প্রতীক্ষার পর অবশেষে ছাত্রলীগের কমিটি আসছে। এমনটাই জানিয়ে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

১৫ আগস্ট জাতীয় শোকদিবসে বঙ্গবন্ধুর সমাধিসৌধে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা নিবেদনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামকে বিষয়টি অবহিত করেন।

তিনি জানান, জাতির পিতার নামের এ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছে। তবে তারা সাংগঠনিক স্বীকৃতি পেলে আরো সংগঠিত ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে পারবে৷

কবে কমিটির স্বীকৃতি আসতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগস্ট মাস শোকের মাস হওয়ায় আমরা হঠাৎ করে এ সুখবর দিতে পারি না। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা কমিটি দেওয়ার চেষ্টা করছি।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ ইউনিটের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এক যুগেরও বেশি সময় ধরে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। তবে সাংগঠনিক স্বীকৃতির অভাবে তাদের প্রায় সময়ে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়।