ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ১৮ আগস্ট রাতে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘কারাগার–পার্ট ওয়ান’। ওয়েব সিরিজটি দারুণ সাড়া ফেলে দর্শকদের মধ্যে। অধীর আগ্রহে ‘কারাগার পার্ট ২’ এর জন্য অপেক্ষার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দর্শকরা।
‘কারাগার–পার্ট ২’ আসবে জানতে চাইলে নির্মাতা শাওকী গণমাধ্যমকে বলেন, ‘কারাগার পার্ট ২’ এর রিলিজের পরিকল্পনা হইচই বলতে পারবে। আমাদের এখনও জানায় নাই। তবে পার্ট ওয়ানে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে তার সব উত্তর পার্ট ২-তে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন শাওকী।
‘কারাগার–পার্ট ২’ এর মুক্তির ব্যাপারে হইচই বাংলাদেশের পরিচালক শাকিব আর খান বলেন, আমরা এখনও এটা নিয়ে সিদ্ধান্ত নেইনি। হতে পারে আগামী বছরের প্রথম দিকে। নিশ্চিত না।
‘কারাগার’ মুক্তির আগে সিরিজের প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিরিজটির দুই কিস্তিরই শুটিং একসঙ্গে শেষ করেছেন তারা। প্রথমটি মুক্তির পর তাড়াতাড়িই আসবে দ্বিতীয়টি।