পরনে লুঙ্গি, কাঁধে গামছা, ভ্যানে মাইক লাগিয়ে প্যাডেল চেপে রাস্তায় রাস্তায় ঘুরে প্রচারণার কাজে নেমেছেন ‘ভাইয়ারে’ নামে সিনেমার নায়ক রাসেল মিয়া। চলতি বছরের ২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমাটি। আর এতেই কেন্দ্রীয় চরিত্রে প্রথম বারের মতো অভিনয় করবেন রাসেল। তাই নিজের প্রথম সিনেমা মুক্তি উপলক্ষে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্যান চালিয়ে প্রচারণায় নেমেছেন তিনি।
সিনেমার নায়কের এমন ব্যতিক্রমী প্রচারণা দেখে রিকসাচালক থেকে শুরু করে পথচারিরাও অবাক। রাসেল জানান,‘একটি সিনেমার প্রচারে ৫-১০ লাখ টাকা চলে যায়। কিন্তু ভাইয়ারে সিনেমার প্রযোজকের এত সামর্থ্য নেই। তাই ভেবেছি, দুই সপ্তাহ নিজে শ্রম দিলে হয়তো ভালো সাড়া পাব।’
তিনি বলেন, ‘একটি সিনেমা দর্শকের কাছে পৌঁছে দিতে প্রচারণার বিকল্প নেই। তবে এজন্য ভালো বাজেট দরকার। যেহেতু আমাদের সেটা নেই, তাই নিজেই ভ্যান নিয়ে রাস্তায় নেমেছি। এতে মানুষের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে সিনেমাটির নাম।’
ইতোমধ্যে রিকশায় রিকশায় ঘুরে রাজধানী জুড়ে পোস্টার সাঁটিয়েছেন এই তরুণ অভিনেতা। তবে রাসেলকে ভ্যানচালক হিসেবে রাস্তায় দেখা মিললেও প্রচারণায় এই সিনেমার অন্যান্য শিল্পীদের উপস্থিতি নেই। এ প্রসঙ্গে রাসেল জানান, ‘এটা তাদের ব্যক্তিগত বিষয়। কাউকে জোর করে আনা যাবে না। এতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এই সিনেমার ওপর আমার ক্যারিয়ারের অনেক কিছু নির্ভর করছে।
আমি আমার মতো প্রচারণা চালিয়ে যাবো।’ তিনি যোগ করেন, ট্রেলার প্রকাশের পর বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি, পারিবারিক গল্পের সিনেমাটি দর্শক হৃদয় ছুঁয়ে যাবে। উল্লেখ্য, রকিবুল আলম রকিব পরিচালিত এ সিনেমায় রাসেল মিয়া ছাড়া আরো অভিনয় করছেন জারা, এ্যালিনা শাম্মি, সিমান্ত আহমেদ, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।