তুরস্কে বেড়াতে এসে ইসলাম ধর্ম গ্রহণ এক ফরাসি তরুণীর

ইসলাম ডেস্ক : তুরস্কে বেড়াতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক ফরাসি তরুণী। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগে গত শুক্রবার এ ঘটনা ঘটে। খবর ডেইলি সাবাহর।

এক তুর্কি বন্ধুর সহচার্যে মুগ্ধ হয়ে এলোডলে মরেনো (২৪) নামে ওই ফরাসি তরুণী মুসলিম হন।

ইসলাম ধর্ম গ্রহণের জন্য তিনি প্রাদেশিক মুফতি বরাবর আবেদন জানান। তার এ আবেদনের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার মুফতি ইসমাইল ইপেক তাকে কালেমা পড়িয়ে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করেন।

মুসলিম হয়ে তিনি তার নামও পরিবর্তন করেন। তার নতুন নাম এখন সিবেল।