বাংলা সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ প্রথমবারের মতো ছেলে সন্তানের মা-বাবা হয়েছেন। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে একটি ছেলের জন্ম দেন পরী। সন্তানের নাম রাখা হয়েছে শাহীম মুহাম্মদ রাজ্য।
হাসপাতালে আটদিন কাটানোর পর গত বুধবার ১৭ আগস্ট সকালে ছেলেকে নিয়ে বাসায় ফেরেন রাজ-পরী।আর বাড়ি ঘরোয়া আয়োজনে শিশুপুত্র শাহীম মুহাম্মদ রাজ্য’র আকিকা সেরেছেন এই তারকা দম্পতি।
এদিকে বাসায় ফেরার পর রাজ-পরীর ‘রাজ্য’কে দেখার জন্য তাদের বাসায় গেছেন চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক ও নায়িকা নিপুণসহ কয়েকজন। তারা নবাগত সন্তানের জন্য দোয়া করে এসেছেন। একটি ভিডিওচিত্রের মাধ্যমে সুন্দর মুহূর্তটি শেয়ার করেছেন সাইমন।
ভিডিওর একটি দৃশ্যে দেখা যায়, পরীমণি মোবাইল ফোনে কথা বলছিলেন। তার কোলে রাজ্য। তখন রাজ এসে ছেলেকে পরম আদরে নিজের কোলে নিয়ে নেন। এ দৃশ্য দেখে নায়ক রিয়াজ বলেন, ‘রাজ খুব যত্নবান বাবা’। রিয়াজের মন্তব্যে সমর্থন দেন সাইমনসহ অন্যরাও।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।
নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করছেন, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটিই সত্যি হয়েছে। রাজ-পরীর ঘরে রাজ্যই এসেছে।