গতকাল থেকেই হঠাৎ করে গুঞ্জন ওঠে এশিয়া কাপে রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে নতুন কাউকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই নিয়ে গতকাল সারাদিনই চলেছে নানা আলোচনা। বিশেষ করে মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে সেটি আরো পরিষ্কার হয়েছে।
শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হচ্ছে। রাসেল ডমিঙ্গোকে সরিয়ে আসন্ন এশিয়া কাপে প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে শ্রীধরন শ্রীরামকে। শ্রীরামকে কোচিং প্যানেলে যুক্ত করার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। তবে বিসিবির এক সূত্রের বরাত দিয়ে এই খবরটি নিশ্চিত করেছে দৈনিক সমকাল।
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার ২০১৫ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে কাজ করেছেন। এছাড়াও ২০১৯ সালে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের অন্যতম সদস্য করা হয়েছিল তাঁকে। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ ছিলেন শ্রীরাম।
তবে শুধু এশিয়া কাপের জন্যই দায়িত্ব পাচ্ছেন তিনি। এশিয়া কাপের পরে আসতে পারে অন্য সিদ্ধান্ত। এছাড়াও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জেমি সিডন্স। তবে আজ দেশে পেয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি দেশে আসার পরে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।