একে একে ৮ জনেরই মৃত্যু

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ ৮ জনেরই একে একে মৃত্যু হয়েছে। সবশেষ শুক্রবার মধ্যরাতে মারা যান রিকশাচালক শাহিন।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত অন্য সাতজন হলেন- মো. গাজী মাজহারুল ইসলাম, শরিফুল ইসলাম, মো. আলম মিয়া, মো. নূর হোসে, মো. মিজানুর রহমান মিজান, মাসুম আলী ও আল-আমিন।

এর আগে, শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের দক্ষিণ রাজাবাড়ির গাজী মাজাহারুল ইসলামের ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা জানায়, ঐ ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজ একই সঙ্গে। সেখান হঠাৎ করে কয়েক দফা বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। পরে সবার সহযোগিতায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে গ্যারেজ ও ভাঙারির দোকানের মালিক, অটোরিকশা চালকসহ ৮ জন দগ্ধ হয়েছিলেন।