সম্প্রতি উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একাধিক মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ১৯ জেলে নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় গত ৮ আগস্ট থেকে কক্সবাজার, ভোলা, পটুয়াখালী জেলার ৬টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ১৯ জেলে নিখোঁজ হন। ইতোমধ্যে নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড সদস্যরা।