অবশেষে বাবা-মা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বুধবার তাদের পুত্রসন্তান হয়েছে বলে জানিয়েছেন শরিফুল রাজ।
বাবা হওয়ার পর উচ্ছ্বসিত রাজ। তিনি বলেন, ‘আমার কেমন আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটি বুঝবে। বাবা-মা না হলে এ অনুভূতি উপলব্ধি করা সম্ভব নয়।’
রাজ বলেন, ‘পরী অন্তঃসত্ত্বা হওয়ায় ওকে সময় বেশি দেওয়ার চেষ্টা করেছি। পরীমনির পাশে সার্বক্ষণিক থাকার চেষ্টা করছি। এ সময়টায় প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এলো। সবার দোয়া চাই।’
ছেলের নাম কি রাখছেন জানতে চাইলে সদ্য বাবা উত্তরে জানান, মাত্র তো ও এলো একটু রেস্ট নিক। নাম ঠিক করাই আছে। সে নাম আনুষ্ঠানিকভাবেই রাখা হবে।
এদিকে বাবা হওয়ার পর ভক্তদের সঙ্গে অনন্দের খবরটি শেয়ার করেছেন শরিফুল রাজ। বর-বউ সাজে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন রাজ।
তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অভিনন্দন আমার প্রিয় স্ত্রী পরীমনি। আমাদের ছেলে হয়েছে।’
গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।