মাইক্রোবাসকে এক কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে ১ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আজ শুক্রবার (২৯ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ কথা জানান।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল মহানগর প্রভাতী নামের একটি ট্রেন।

অপরদিকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে ১৪ জন পর্যটক ছিল। তিনি জানান, দুর্ঘটনার সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে ১ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে মিরসরাই ও সীতাকুণ্ডের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ঘটনাস্থলে ৩টি অ্যাম্বুলেন্স নিয়োজিত করা হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করেছে। এদের মধ্যে ১১ জন নিহত, একজন আহত ও বাকি দুজন সুস্থ আছে।