ভারতের উত্তর প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রকে দিয়ে হাত টিপিয়ে চাকরি হারিয়েছেন এক শিক্ষিকা। এনডিটিভি জানায়, চলতি সপ্তাহে পোখারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষিকার নাম উর্মিলা সিং। তিনি বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা তৈরি হয়।
ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষিকা একটি চেয়ারে বসে ডান হাত দিয়ে বোতলে পানি পান করছিলেন। আর একজন ছাত্র তার বা হাত টিপে দিচ্ছিল। আর বাকি শিক্ষার্থীরা নিজেদের কাজ করছিল।
ক্লাস চলাকালীন সময়ে উপস্থিত কোনো শিক্ষার্থী ঘটনার ভিডিও ধারণ করে। তারপর সামাজিক মাধ্যমে ভিডিওটি আপলোড করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।