সড়কে জন্ম নেয়া সেই শিশুকে সরকারি নিবাসে পাঠাতে চায় প্রশাসন

ময়মনসিংহের ত্রিশালে মায়ের পেট ফেটে রাস্তায় ভূমিষ্ঠ হওয়া সেই শিশুটি সুস্থ রয়েছে। তাকে ঢাকার আজিমপুরে ছোটমণি শিশু নিবাসে পাঠাতে চায় ময়মনসিংহের প্রশাসন। তবে এ বিষয়ে এখনো মতামত জানাননি শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, শিশুটির চিকিৎসাসহ ভবিষ্যতের কথা বিবেচনা করে ছোটমণি নিবাসে পাঠানোর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সমাজসেবা অধিদফতরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিস্তারিত বলতে পারবেন।

সমাজসেবা অধিদফতরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মো. ওয়ালী উল্লাহ বলেন, শিশুটিকে ঢাকার ছোটমণি নিবাসে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিলেও এখনো রেজুলেশন হয়নি। সরকারি নিবাসে থাকলে ছয় বছর পর্যন্ত শিশুটির থাকা-খাওয়া, চিকিৎসা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যদি শিশুটিকে ছোটমণি নিবাসে পাঠানো হয় তবে তা পরিবারের মতামতের ভিত্তিতেই হবে। এছাড়া শিশুটিকে কেউ দত্তক নিতে চাইলে আদালতের মাধ্যমে নিতে হবে।

শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আমাদের নাতিকে নিজেদের কাছেই রেখে লালন-পালন করতে চাই। শুনেছি জেলা প্রশাসন আমার নাতিকে ঢাকায় ছোটমণি নিবাসে দিতে চাচ্ছে। এতে আমার মত নেই। আমার শত কষ্ট হলেও আমার নাতনিকে আমার কাছে রাখতে চাচ্ছি।

১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের পেট ফেটে জন্ম নেয় শিশুটি। এ ঘটনায় প্রাণ হারান শিশুটির বাবা জাহাঙ্গীর আলম, মা রত্না বেগম ও তাদের ছয় বছরের মেয়ে সানজিদা।