আকাশচুম্বী শহর বানাচ্ছে সৌদি!

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ তাবুকে ‘নিওম’ নামে নতুন এক শহর নির্মাণ করছে দেশটির সরকার। এক লাখ কোটি (১ ট্রিলিয়ন) ডলার ব্যয়ে শহরটি হবে ১২০ কিলোমিটার দীর্ঘ। আয়নাযুক্ত আকাশচুম্বী ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এ শহরে। মিরর লাইন নামে পরিচিত এ শহরে ৪৮৮ মিটার (১৬০০ ফুট) উচ্চতার দুটি কাঁচের প্রতিফলিত ভবন নির্মাণ করা হবে।

উপকূলীয় অঞ্চল, পাহাড় ও মরুভূমি জুড়ে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) এলাকায় সমান্তরালভাবে শহরটির নির্মাণ কাজ চলবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শহর নির্মাণে ব্যাপক পর্যালোচনার পর পরিকল্পনার ঘোষণা দেয় সৌদি সরকার। পরিকল্পনার মধ্যে থাকছে যমজ ভবন, যা ওয়াকওয়ের মাধ্যমে সংযুক্ত হবে। এর নিচ দিয়ে চলবে উচ্চগতি সম্পন্ন একটি ট্রেন। ১ ট্রিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ শহরে ৫০ লাখ মানুষের বাসস্থান হবে বলে আশা করা হচ্ছে। মাত্র ২০ মিনিটে পুরো শহর ঘুরে দেখা যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২১ সালে প্রকাশিত নথি অনুসারে এ শহরে কোন কিছুর কমতি থাকবে না। ১৬০০ ফুট পর্যন্ত লম্বা দুটি সমান্তরাল গগনচুম্বী ভবনের এ শহরে থাকবে ইয়ট মেরিনা ও স্টেডিয়াম। বিলাসবহুল অন্যান্য সুবিধাও থাকবে এ শহরে। ভবনের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৫ হাজার কোটি ডলার। শহরটি নির্মাণ করা হচ্ছে উত্তরদিকে লোহিত সাগর, আর পূর্বদিকে আকাবা উপসাগরের উপকূলকে মাথায় রেখে। মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনা অনুযায়ী শহরটি হবে প্রযুক্তিনির্ভর আধুনিক স্মার্ট সিটি। এটি দেশী-বিদেশী পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলেও তিনি মনে করেন। -আলজাজিরা