আশুলিয়ায় হেরোইনসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে র্যাব ৪-এর একটি দল। বুধবার দুপুরে তাদের আশুলিয়া থানা থেকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হিরোইনসহ গ্রেফতার করে র্যাব।
পরে রাতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম হেরোইন, ১টি মোবাইল এবং ৯০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— রাজশাহী জেলার চন্দ্রিমা থানার মুশরইল আদিবাসী খ্রিস্টানপাড়ার সীমান্ত বিশ্বাস (১৮) ও তার মা নির্মলা বিশ্বাস (৩৫)। তারা আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকায় বসবাস করে হিরোইন ব্যবসা পরিচালনা করত।
র্যাব-৪ জানায়, গ্রেফতার হওয়া নির্মলা বিশ্বাস আশুলিয়ার থানা এলাকার পলাশবাড়ী এলাকায় থেকে হেরোইন ব্যবসা করত। তারা আশুলিয়া, সাভারসহ রাজধানীর আশপাশের এলাকাগুলোতে হিরোইন বিক্রি করত। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তাকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান বলেন, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।