লজ্জাবতী বানর অবমুক্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রাম থেকে শুক্রবার রাতে উদ্ধার করে রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করেছে বনবিভাগ।

এলাকার স্বেচ্ছাসেবী যুবকদের সহযোগিতায় কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন ও অন্যান্য কর্মকর্তারা গাজীপুরের আদাআদি মোকাম এলাকায় রিজার্ভ ফরেস্টে বানরটিকে অবমুক্ত করেন।

এ সময় প্রেস ক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সমাজসেবক জাবের খান, স্বেচ্ছাসেবী যুবকদের পক্ষে খন্দকার অনি উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বন্যপ্রাণী অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক মির্জা মেহেদী সারোয়ার জানান, লজ্জাবতী বানরটি এলাকার মানুষ আটকে রেখেছিল। পরে বনবিভাগ খবর পেয়ে এটিকে উদ্বার করে অবমুক্ত করেছে।